নিলামে প্রাথমিকভাবে তাঁকে কেউ দলে নেয়নি

তবে জেসন রয়ের পরিবর্তে কেকেআরে যোগ দিয়েই নজর কেড়েছেন ফিল সল্ট

চলতি মরশুমে কেকেআরের হয়ে সর্বাধিক ৩৯২ রান করেছেন তিনি

ইডেনে এক মরশুমে সর্বাধিক রান করার সৌরভের রেকর্ডও ভেঙেছেন

নাইট শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ, সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও

এতেই উদ্বেগ বেড়েছে কেকেআরের, কারণ তাঁকে প্লে-অফে পাওয়া যাবে না

পাকিস্তানের বিরুদ্ধে ২২ মে থেকে সিরিজ় শুরুর আগেই সল্টদের দেশে ফিরতে হবে

দেশে ফিরবেন ইংল্যান্ড অধিনায়ক তথা রাজস্থান তারকা বাটলারও

বিশ্বকাপের আগে তারকাদের পাকিস্তান সিরিজ়ে অংশগ্রহণ করতে হবে বলেই জানিয়ে দিয়েছে ইংল্য়ান্ড বোর্ড

দল প্রথম চারে থাকলেও তাই ২১ মে থেকে শুরু আইপিএলের প্লে-অফে বাটলার, সল্টদের খেলতে দেখা যাবে না

Thanks for Reading. UP NEXT

পায়ে প্লাস্টার, হাতে ক্রাচ, ভারতীয় ক্রিকেটারের ছবি দেখে মন খারাপ ভক্তদের

View next story