আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে হারাল রাজস্থান রয়্যালস ঘরের মাঠে সব দল জিতেই চলেছে বৃহস্পতিবারের ম্যাচ ছিল আইপিএলে নবম ম্যাচ এখনও পর্যন্ত ৯টি ম্যাচের সবকটিই জিতেছে হোমটিম অর্থাৎ ঘরের মাঠে খেলতে নামা মানেই জয় যেন নিয়ম হয়ে গিয়েছে ঘরের মাঠে পছঠন্দের পিচে, পরিচিত পরিবেশে খেলার সুযোগ পায় দলগুলি যদিও পেশাদার ক্রিকেটে এখন সব ক্রিকেটারই সব মাঠের জন্য প্রস্তুত থাকেন তবু ঘরের মাঠ যেন প্রমশ দুর্গে পরিণত হচ্ছে দশ দলের যার পরিণাম বৃহস্পতিবার জয়পুরে রাজস্থানের জয় টানা ২ ম্যাচ জিতল রাজস্থান, লাগাতার দুই হার দিল্লির (ছবি - পিটিআই)