কেকেআরের হয়ে দুই খেতাবজয়ী অধিনায়ক গৌতম গম্ভীরের আইপিএলে সর্বোচ্চ স্কোর ৯৩



গম্ভীরের প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা প্রায় পাঁচ হাজার রান করলেও, তাঁর সর্বোচ্চ আইপিএল স্কোর ৮৮



কায়রন পোলার্ড আইপিএলে ৩৪১২ রান করলেও শতরান করেননি



গ্লেন ম্যাক্সওয়েলও আইপিএলে সেঞ্চুরি করেননি, তাঁর সর্বোচ্চ স্কোর ৯৫



আন্তর্জাতিক ওয়ান ডেতে দু'শো রয়েছে ঈশান কিষাণের দখলে, তবে আইপিএলে ৯৯ রান তাঁর সর্বোচ্চ



১২৪ ম্যাচ খেলে ফেললেও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য আইপিএলে শতরান করতে পারেননি এখনও



আইপিএলের সর্বকালের সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক আন্দ্রে রাসেলের সর্বোচ্চ স্কোর ৮৮



রাসেলের কেকেআর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সর্বোচ্চ স্কোর ৯৬ রান



আইপিএলের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ফাফ ডু প্লেসিও এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সেঞ্চুরি করতে পারেননি



পাঁচ হাজারের অধিক রান, টুর্নামেন্টের সফলতম অধিনায়ক, তাও মহেন্দ্র সিংহ ধোনি এখনও আইপিএলে শতরান করতে পারেননি