এবারের আইপিএলে নতুন তারা তিনি ব্যাট হাতে সকলের মন জয় করে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা ১৩ ম্যাচে ৪৬৭ রান, স্ট্রাইক রেট? ২০৯.৪১ রবিবার ২৮ বলে ৬৬ রান করে ম্যাচের সেরা হলেন অভিষেক ভেঙে দিলেন বিরাট কোহলির একটি রেকর্ড আইপিএলে কোনও এক মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৩৮টি ছক্কা (২০১৬- সালে) মেরেছিলেন কোহলি সেই রেকর্ড ভেঙে ৩৯ ছক্কা মারা হয়ে গেল অভিষেকের ২০১৮ সালে ঋষভ পন্থ মেরেছিলেন ৩৭ ছক্কা, এবারের আইপিএলে কোহলি মেরেছেন ৩৭ ছয় গত আইপিএলে শিবম দুবে ৩৫ ছক্কা মেরেছিলেন অভিষেক এখনও প্লে অফের ম্যাচ পাবেন ছক্কার সংখ্যা বাড়ানোর জন্য়