আইপিএলে ম্য়াচ হারার পর মাঠেই টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কার ধমক খেয়েছিলেন কে এল রাহুল সেই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছিল, রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন সকলেই আইপিএলে রাহুলের রোজগার শুনলে অবশ্য চক্ষু ছানাবড়া হতে পারে প্রত্যেক মরশুমের জন্য ১৭ কোটি টাকা লখনউ সুপার জায়ান্টস থেকে পান রাহুল রোহিত শর্মা, ঋষভ পন্থরা যেখানে বার্ষিক ১৬ কোটি টাকা পান বিরাট কোহলিকে আরসিবি আইপিএল মাইনে বাবদ দেয় ১৫ কোটি টাকা চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল ট্রফি দেওয়া ধোনি পান বছরে ১২ কোটি টাকা ধোনির চেয়ে ৪২ শতাংশ বেশি মাইনে পান রাহুল আইপিএলে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার রাহুলই ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর, সেটাই সর্বকালীন রেকর্ড