টি-টোয়েন্টি মানেই চার ছক্কার খেলা, তবে বোলাররাও ঘুরিয়ে দেন ম্যাচের মোড় আইপিএলে সর্বোচ্চ ১৫৪৮টি ডট বল করেছেন ভুবনেশ্বর কুমার, অর্থাৎ এতগুলি বলে কোনও রান দেননি কেকেআরের বিস্ময় স্পিনার সুনীল নারাইন তালিকায় দুইয়ে ৬৩২ ওভার বল করে ১৪৯২টি ডট বল করেছেন ক্যারিবিয়ান তারকা অশ্বিনও স্পিনের জালে ত্রস্ত করে রেখেছেন ব্যাটারদের আইপিএলে মোট ১৪৮৫টি ডট বল রয়েছে তামিলনাড়ুর অফস্পিনারের লেগস্পিনার পীযূষ চাওলা এখন খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সে আইপিএলে ১২৭৭টি ডট বল করেছেন চাওলা ক্রিকেট থেকে অবসর নিলেও ভাজ্জিও আইপিএলে ছাপ ফেলেছেন আইপিএলে ১২৬৮টি ডট বল রয়েছে হরভজন সিংহের (ছবি - পিটিআই)