হার্দিক পাণ্ড্য কি পুরো ফিট?



নাকি চোট লুকিয়ে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে?



গুরুতর প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল



জল্পনা ছড়িয়েছে কারণ, অলরাউন্ডার হার্দিককে বল করতে দেখা যাচ্ছে না



গত মরশুমে পিঠের চোটের জন্য বঢোদরার পেসার অলরাউন্ডার ব্যাটার হিসাবেই খেলতেন



এবার অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দুই ম্যাচে বোলিং শুরু করেন হার্দিক



তারপর আচমকাই বল করা কার্যত বন্ধ করে দিয়েছেন



পরপর দুই ম্যাচে বল না করার পর আরসিবি ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেন



ডুল বলছেন, নিশ্চয়ই চোট লুকিয়ে খেলছেন হার্দিক



আইপিএলের লোভনীয় আর্থিক চুক্তির জন্যই কি তবে এই পদক্ষেপ? (ছবি - পিটিআই)