নাইটদের ব্রহ্মাস্ত্র
abp live

নাইটদের ব্রহ্মাস্ত্র

কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের অন্যতম কারিগর আন্দ্রে রাসেল

মাসল রাসেল
abp live

মাসল রাসেল

ব্যাটে হোক কিংবা বলে, প্রতিপক্ষ শিবিরের কাছে মূর্তিমান আতঙ্ক ক্যারিবিয়ান অলরাউন্ডার

আজব অভ্যাস
abp live

আজব অভ্যাস

আইপিএল খেলার সময় এমন এক রুটিন মেনে চলেন রাসেল, শুনলে চমকে উঠতে হয়

সারা রাত জাগেন
abp live

সারা রাত জাগেন

রাতে ঘুমোন না রাসেল, জেগে থাকেন সারারাত

abp live

রাত কাটে জিমে

ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার সারারাত জেগে শরীরচর্চা করেন

abp live

দিনের বেলায় ঘুম

জিম সেরে রাসেল যখন ঘুমোতে যান, ভারতে সূর্যোদয় হয়ে যায়

abp live

ব্রেকফাস্ট সেরেই মাঠে

দুপুরের দিকে ঘুম থেকে উঠে ভারি ব্রেকফাস্ট করেই মাঠে প্র্য়াক্টিস করতে বা ম্য়াচ খেলতে পৌঁছে যান রাসেল

abp live

চার-ছক্কার ঝড়

মাঠে নেমেই বিধ্বংসী মেজাজে বোলারদের গ্যালারিতে ওড়ান, উইকেটও নেন দ্রে রাস

abp live

কেন এই আজব অভ্যাস?

আসলে ভারতে যখন রাত, ওয়েস্ট ইন্ডিজে দিন, ভারতে সকাল হলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাত

abp live

নেপথ্যে বডি ক্লক

বডি ক্লক ঠিক রাখতেই অর্থাৎ সময়ের সঙ্গে শরীরের কর্মক্ষমতার ভারসাম্য রাখতেই এই অদ্ভূত রুটিন রাসেলের