কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের অন্যতম কারিগর আন্দ্রে রাসেল
ব্যাটে হোক কিংবা বলে, প্রতিপক্ষ শিবিরের কাছে মূর্তিমান আতঙ্ক ক্যারিবিয়ান অলরাউন্ডার
আইপিএল খেলার সময় এমন এক রুটিন মেনে চলেন রাসেল, শুনলে চমকে উঠতে হয়
রাতে ঘুমোন না রাসেল, জেগে থাকেন সারারাত
ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার সারারাত জেগে শরীরচর্চা করেন
জিম সেরে রাসেল যখন ঘুমোতে যান, ভারতে সূর্যোদয় হয়ে যায়
দুপুরের দিকে ঘুম থেকে উঠে ভারি ব্রেকফাস্ট করেই মাঠে প্র্য়াক্টিস করতে বা ম্য়াচ খেলতে পৌঁছে যান রাসেল
মাঠে নেমেই বিধ্বংসী মেজাজে বোলারদের গ্যালারিতে ওড়ান, উইকেটও নেন দ্রে রাস
আসলে ভারতে যখন রাত, ওয়েস্ট ইন্ডিজে দিন, ভারতে সকাল হলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাত
বডি ক্লক ঠিক রাখতেই অর্থাৎ সময়ের সঙ্গে শরীরের কর্মক্ষমতার ভারসাম্য রাখতেই এই অদ্ভূত রুটিন রাসেলের