অধিনায়ক বদল

আইপিএলে অধিনায়ক বদলে গিয়েছে ৫ দলের, কারা পেলেন পাঁচ দলের দায়িত্ব?

নাইট-নেতা

ট্রফি-জয়ী শ্রেয়স আইয়ারকে সরিয়ে অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করেছে কলকাতা নাইট রাইডার্স

নতুন দলে আইয়ার

গত আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরেও কলকাতা নাইট রাইডার্স রাখেনি শ্রেয়স আইয়ারকে

প্রীতির সেনাপতি

আগামী আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে

বিরাট দায়িত্ব

আইপিএলে কোনও দিন ট্রফি না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক করেছে রজত পাতিদারকে

নতুন চ্যালেঞ্জ

ফাফ ডুপ্লেসির জুতোয় পা গলাবেন রজত, তাঁর নেতৃত্বে খেলবেন বিরাট কোহলিরা

অক্ষরে ভরসা

কে এল রাহুলের মতো তারকা থাকা সত্ত্বেও অক্ষর পটেলকে অধিনায়ক করেছে দিল্লি ক্যাপিটালস

দিল্লির বাজি

অক্ষর পটেল দিল্লির সহ অধিনায়ক ছিলেন, এবার পেলেন আরও বড় দায়িত্ব

নতুন দলেও অধিনায়ক

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন, লখনউ সুপার জায়ান্টসকেও নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ

ট্রফি জয়ের চ্যালেঞ্জ

পন্থের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পায় কি না, সেটাই দেখার