আইপিএলে বারবার শিরোনামে উঠে আসছেন লেগস্পিনার দিগ্বেশ সিংহ রাঠি
আইপিএলে খেলছেন লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউয়ের জয়ের নায়ক দিগ্বেশ
আইপিএলের মহানিলাম থেকে ৩০ লক্ষ টাকা দিয়ে দিগ্বেশকে কিনেছিল লখনউ
এখনও পর্যন্ত ২ ম্যাচে মোট ৫ লক্ষ ৬২ হাজার টাকা জরিমানা হয়ে গিয়েছে দিগ্বেশের!
উইকেট নিয়ে নোটবুকে নাম লিখে রাখার মতো সেলিব্রেশন করায় আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিগ্বেশের বিরুদ্ধে
ব্যাটারকে আউট করে হাতের চেটোয় নাম লিখে রাখার ভঙ্গি করে সেলিব্রেশন
বিরাট কোহলিকে আউট করে প্রথম এই সেলিব্রেশেন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কেসরিক উইলিয়ামস
সুনীল গাওস্করের মতো প্রাক্তনী এই নোটবুক সেলিব্রেশনের তীব্র নিন্দা করেছেন
দিগ্বেশ অবশ্য নিজের মতো করেই সেলিব্রেশন করে চলেছেন, এরপর না নির্বাসিত হতে হয় তাঁকে! (ছবি - পিটিআই ও এলএসজি)