রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সন্দীপ শর্মার বলে মহেন্দ্র সিংহ ধোনি আউট হয়ে মাঠ ছেড়ে বেরোচ্ছেন।



সঙ্গে সঙ্গেই ক্যামেরা গ্যালারির দিকে তাক করল, সেখানে এক হলুদ পোশাক পরিহিত মহিলাকে দেখা গেল।



গুয়াহাটিতে ধোনি আউট হতেই তাঁর প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ার নজর কাড়ে। ভাইরাল হন তিনি।



স্বাভাবিক সকলেই তাঁর পরিচয় জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর নাম আর্যপ্রিয়া ভুঁইয়া।



১৯ বছর বয়সি আর্যপ্রিয়া সিএসকে সমর্থক।



টিনএজার আর্যপ্রিয়ার দিদির সুবাদে ক্রিকেট দেখা শুরু করেন এবং অল্প বয়স থেকেই সিএসকের সমর্থক তিনি।



গুয়াহাটির বাসিন্দা আর্যপ্রিয়া ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে তাঁর ফলোয়ারও বেড়ে যায়।



অনেকেই তাঁর ওপর ক্রাশ খেয়েছেন বলেও দাবি করেন।



তিনি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাকটিভ না হলেও অনুপ্রিয়া জানান হু হু করেই তাঁর ফলোয়ার সংখ্যা বেড়েছে।



একদা যা ম্যাচের আগে হাজারেরও কম ছিল, সেখানে ইনস্টায় বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ৩৭ হাজার।