আইপিএল একেবারে 'বিজনেস এন্ড'-এ চলে এসেছে। প্লে-অফের চার দলও সুনিশ্চিত হয়ে গিয়েছে।



দিনকয়েক পরেই, ২৯ মে থেকে আইপিএলের প্লে-অফ শুরু হয়ে যাবে। ৩ জুন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএলের ফাইনাল।



মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, আরসিবি ও পঞ্জাব কিংস এবারের প্লে-অফে উঠেছে। এই দলের মধ্যে থেকে কেউ এবারের চ্যাম্পিয়ন হবে।



এ বারে প্লে-অফগুলি প্রাথমিকভাবে ইডেন গার্ডেন্স ও রাজীব গাঁধী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।



তবে তা বদল করে মুল্লানপুর ও নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে প্লে-অফের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে।



বিশ্বের সবথেকে বড় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জিতলে বিজয়ী দল কিন্তু বিরাট অঙ্কের আর্থিক পুরস্কারও পাবে।



গত বারের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এ মরশুমের আইপিএলের চ্যাম্পিয়ন পাবে ২০ কোটি টাকা।



ফাইনালে পরাজিত দলের ঝুলিতে আসবে ১৩ কোটি টাকার পুরস্কারমূল্য।



প্রথম আইপিএল মরশুম জয়ের জন্য রাজস্থান রয়্যালস ৪.৮ কোটি টাকা ও সিএসকে ২.৪ কোটি টাকা পুরস্কারমূল্য পেয়েছিল।



দিনে দিনে আইপিএলের প্রভাব, প্রতিপত্তি বেড়েছে। তার সঙ্গে সঙ্গে যে পুরস্কারমূল্যও বহুগুণ বেড়েছে, তা বলাই বাহুল্য।