আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ দামে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।



কেএল রাহুলের পরিবর্তে তাঁকে দলের অধিনায়কও করা হয়।



তবে ব্যাটার ঋষভ পন্থের জন্য এ মরশুমটা একেবারে হতাশাজনক কেটেছে।



১৩ ম্যাচে মাত্র ১৩.৭৩ গড়ে তিনি ১৫১ রান করেছেন।



১৩ ম্যাচে মাত্র ১৩.৭৩ গড়ে তিনি ১৫১ রান করেছেন।



এরপরেই পন্থের লখনউ ভবিষ্যৎ নিয়ে কোনও কোনও মহলে জল্পনা শুরু হয়েছে।



এক রিপোর্টে দাবি করা হয়েছিল পন্থকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বসানোর কথা ভাবছে লখনউ।



পাশাপাশি আরও বলা তাঁর মূল্য ও পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তীতে মরশুমে লখনউ তাঁকে ছেড়েও দিতে পারে।



তবে পন্থ সেই রিপোর্ট নস্যাৎ করে দাবি করেন সঞ্জীব গোয়েঙ্কার দল তাঁর পাশেই দাঁড়িয়েছে।



তিনি লেখেন, 'ভুলভাল খবরে ট্র্যাকসন বেশি আসে জানি, তবে মিথ্যে ছড়ানোর মানে নেই। একটু দায়িত্ব নিয়ে কাজ করলে ভাল হয়। '