বাবা কিংবদন্তি ক্রিকেটার, মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জীভাও সব সময় থাকে প্রচারের আলোয়
ক্রিকেট ম্যাচ দেখতে প্রায়ই সাক্ষীর সঙ্গে মাঠে দেখা যায় জীভাকে
রাঁচির টরিয়ান ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করে জীভা
২০০৮ সালে এই স্কুলের উদ্বোধন হয়েছিল, প্রতিষ্ঠাতা অমিত বাজলা
৬৫ একর জমির ওপর তৈরি টরিয়ান ওয়ার্ল্ড স্কুল, পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও জোর
শুধু রাঁচি নয়, গোটা ঝাড়খণ্ডের এক নম্বর স্কুল বলা হয় টরিয়ান ওয়ার্ল্ড স্কুলকে
লোয়ার কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে এই স্কুলে
লোয়ার কেজি থেকে ক্লাস এইট পর্যন্ত এই স্কুলে পড়ার বার্ষিক খরচ ৪ লক্ষ ৪০ হাজার টাকা
নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনায় স্কুলে বার্ষিক খরচ ৪ লক্ষ ৮০ হাজার টাকা
ইউনিফর্ম, স্কুল ব্যাগ থেকে শুরু করে স্টাডি মেটিরিয়াল, সবই দেয় স্কুলই (ছবি - সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম)