বিশ্বকাপজয়ী তারকা

২০২৩ সালে অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মিচেল স্টার্ক

আলোড়ন ফেলেছিলেন

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটার অজি স্পিডস্টার

নাইট-অস্ত্র

রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স

কেমন কেটেছিল আইপিএল?

গত আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নেন স্টার্ক

ইকনমি নিয়ে প্রশ্ন

ওভার প্রতি ১০.৬১ রান করে খরচ করেছিলেন স্টার্ক

প্রশ্ন উঠেছিল

টুর্নামেন্টের শুরুর দিকে প্রচুর রান খরচ করে টিম ম্যানেজমেন্টের চাপ বাড়িয়েছিলেন

মোট ২৫১ বল

গত আইপিএলে স্টার্কের এক একটি বলের দাম ছিল প্রায় ৯ লক্ষ ৮৬ হাজার টাকা

ছাড়ছে কেকেআর?

শোনা যাচ্ছে স্টার্ককে রিটেন করার রাস্তায় নাও হাঁটতে পারে শাহরুখ খান-জুহি চাওলার দল

কী হতে পারে স্ট্র্যাটেজি?

শোনা যাচ্ছে, স্টার্ককে নিলামে তুলে প্রয়োজনে সেখান থেকে কিনতে পারে কেকেআর

আইপিএল রেকর্ড

আইপিএলে সব মিলিয়ে ৪১ ম্যাচে ৫১ উইকেট রয়েছে অস্ট্রেলীয় ফাস্টবোলারের