ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ ঋষভ পন্থ আইপিএলের সবথেকে বড় নামগুলির একটি



নিজের কেরিয়ারে আগাগোড়াই তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মেগা টুর্নামেন্টে মাঠে নেমেছেন



তবে আসন্ন আইপিএলের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা



রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন দলের তারকা কিপার-ব্যাটার



পন্থকে দিল্লি দলে রাখতে চাইলেও খবর অনুযায়ী তাঁকে অধিনায়ক হিসাবে বহাল রাখতে আগ্রহী নন কর্তারা



সেই কারণেই পন্থ দল ছাড়তে আগ্রহী, নিলামে উঠতে পারে তাঁর নাম



পন্থের মতো তারকাকে দলে নিতে যে কেউই চাইবে, তবে তিন দলের তাঁর জন্য নিলামে ঝাঁপানোর সম্ভাবনা প্রবল



দীনেশ কার্তিকের অবসরের পর কিপার-ব্যাটারের খোঁজে থাকা আরসিবি পন্থকে নিতে পারে



অপরদিকে, কেএল রাহুলেরও পন্থের মতোই দলবদল নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে



রাহুল লখনউ ছাড়লে, কিপার-ব্যাটার-অধিনায়ক তিন ভূমিকায় তাঁর একেবারে ঠিকঠাক বিকল্প হতে পারেন পন্থ



নতুন শুরুতে আগ্রহী পাঞ্জাব কিংসও পন্থের পরবর্তী গন্তব্য হতেই পারে, সেখানে আবার দিল্লির প্রাক্তন কোচ পন্টিং