ইতিহাস গড়ার জন্য প্রয়োজন ছিল ৩৩ রান।



কেএল রাহুল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হাঁকালেন সেঞ্চুরি।



তাঁর ১১২ রানের ইনিংসই তৈরি হল ইতিহাস।



মাত্র ২১৪ ইনিংসে আট হাজার টি-টোয়েন্টি রান করে ফেললেন রাহুল।



কোহলি ২৪৩ ইনিংসে দ্রুততম ভারতীয় হিসাবে আট হাজার রান করেছিলেন।



তবে সর্বকালীন রেকর্ড ছিল বাবর আজমের। তিনি ২১৮ ইনিংসে আট হাজার রান করেন।



দুইজনকেই পিছনে ফেলে সর্বকালীন ইতিহাস গড়লেন রাহুল।



আইপিএলে এই নিয়ে পাঁচবার সেঞ্চুরি করে পাঁচবারই অপরাজিত রইলেন তিনি।



এতগুলি অপরাজিত শতরানের কৃতিত্ব আর কারুর নেই।



কিপার-ব্যাটার হিসাবেই আইপিএল সর্বোচ্চ তৃতীয় শতরান করলেন রাহুল।