শহরে পৌঁছে গেলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে
টিম হোটেলে তাঁকে স্বাগত জানান অসংখ্য কেকেআর সমর্থক
দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও এসে পৌঁছলেন শহরে
তারকা প্রোটিয়া পেসার আনরিচ নোকিয়াও কলকাতায় চলে এসেছেন
প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক দলের ব্যাটিং লাইন আপে ভরসা জোগাচ্ছেন
মুস্তাকের সর্বাধিক রান সংগ্রাহক রাহানে আইপিএলে ফর্ম ধরে রাখতে পারবেন?
ট্রফির সঙ্গে ফটোসেশনও অংশ নেন রাহানে এদিন
জিঙ্কসের নেতৃত্বে কি এবার ফের কেকেআর চ্যাম্পিয়ন হতে পারবে?
আগামী ২২ মার্চ আরসিবির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচ কেকেআরের