আইপিএলে নিলাম থেকে সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পন্থ

আইপিএলের ১৭ বছরের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার

দিল্লি ক্যাপিটালসের প্রাক্তনী পন্থকে ২৭ কোটিতে দলে নিয়েছে লখনউ সুপারজায়ান্ট

২০১৬ সালে দিল্লিতে অভিষেক মরশুমে ১.৯ কোটি পেয়েছেন পন্থ

২০১৭ পর্যন্ত এই সমান পরিমান মূল্যই পেতেন উইকেট কিপার ব্যাটার

২০১৮ সালে দিল্লিতে তাঁর বেতন বেড়ে হয় ৮ কোটি

২০১৯ সালে পন্থকে রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস

২০২১ সালে বেতন পন্থের বেড়ে হয় ১৫ কোটি

২০২২ সালে দিল্লি ক্যাপিটালস থেকে পন্থ পেতেন ১৬ কোটি

চলতি মরশুম পর্যন্ত দিল্লি ক্য়াপিটালসে ১৬ কোটি টাকাই পেতেন পন্থ