তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক ১৯তম ওভারে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের পেসার মিচেল স্টার্ক ২৬ রান খরচ করেন সেখানে কেকেআরকে ম্যাচ জেতালেন মাত্র ২০ লক্ষ টাকা দাম পাওয়া পেসার স্টার্কের ব্যর্থতার মঞ্চে জ্বলে উঠলেন দিল্লির ডানহাতি পেসার ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের রঙ পাল্টে দিলেন তবে ম্য়াচ জিতিয়েও স্বস্তি নেই হর্ষিত রানার ময়ঙ্ক আগরওয়াল ও হেনরিখ ক্লাসেনের উদ্দেশে অঙ্গঙ্গি করার জন্য জরিমানা হর্ষিতের ম্য়াচ ফি-র ৬০ শতাংশ টাকা কেটে নেওয়া হল তরুণ নাইট পেসারের হর্ষিতের আচরণের নিন্দা করেছেন সুনীল গাওস্কর তবে হর্ষিতের পারফরম্যান্সকে বাহবা দিয়েছেন ইউসুফ পাঠান-ইরফান পাঠান (ছবি - iplt20.com, PTI)