আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারাল কেকেআর


টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল হায়দরাবাদ


শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর, ৫১/৪ হয়ে যায় স্কোর



রুখে দাঁড়ান ফিল সল্ট, ৪০ বলে তিনি করেন ৫৪


তবে খেলার মোড় ঘুরিয়ে দেয় রাসেলের ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস


সাতটি ছক্কা মারেন রাসেল, কেকেআর তোলে ২০৮/৭



জবাবে ব্যাট করতে নেমে ১৪৫/৫ হয়ে গিয়েছিল হায়দরাবাদ, ২ উইকেট রাসেলের



এরপরই প্রত্যাঘাত ক্লাসেনের, ২৯ বলে ৬৩ রান করেন



শেষ ওভারে ক্লাসেনকে ফিরিয়ে রুদ্ধশ্বাস জয় এনে দেন হর্ষিত রানা



শাহরুখের সামনে জয় দিয়ে অভিযান শুরু কেকেআরের (ছবি - পিটিআই)