'সিনিয়র-জুনিয়র বিভেদটা রয়ে গিয়েছে', কোহলি প্রসঙ্গে দাবি ধোনির
abp live

'সিনিয়র-জুনিয়র বিভেদটা রয়ে গিয়েছে', কোহলি প্রসঙ্গে দাবি ধোনির

Published by: ABP Ananda
সিএসকে বনাম আরসিবি ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার কারণ তাঁরা।
abp live

সিএসকে বনাম আরসিবি ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার কারণ তাঁরা।

মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি আজ একে অপরেরর প্রতিপক্ষে থাকলেও, তাঁদের মধ্যেকার সম্পর্ক কিন্তু বরাবরই মিষ্টিমধুর।
abp live

মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি আজ একে অপরেরর প্রতিপক্ষে থাকলেও, তাঁদের মধ্যেকার সম্পর্ক কিন্তু বরাবরই মিষ্টিমধুর।

ধোনি জানান নিজেকে উন্নত করতে মরিয়া কোহলি সবসময়ই ভিন্ন পরিস্থিতিতে তিনি কি ভুল করেছেন, কী করলে আরও উন্নতি করছেন, সেই নিয়ে তাঁর কাছে পরামর্শ চাইতেন।
abp live

ধোনি জানান নিজেকে উন্নত করতে মরিয়া কোহলি সবসময়ই ভিন্ন পরিস্থিতিতে তিনি কি ভুল করেছেন, কী করলে আরও উন্নতি করছেন, সেই নিয়ে তাঁর কাছে পরামর্শ চাইতেন।

abp live

ধোনি জানান নিজেকে উন্নত করতে মরিয়া কোহলি সবসময়ই ভিন্ন পরিস্থিতিতে তিনি কি ভুল করেছেন, কী করলে আরও উন্নতি করছেন, সেই নিয়ে তাঁর কাছে পরামর্শ চাইতেন।

abp live

তৎকালীন ভারতীয় অধিনায়কও নিজের সাধ্য মতো পরামর্শ দিতেন তরুণ বিরাট কোহলিকে।

abp live

প্রাথমিকভাবে অধিনায়ক ও নবাগতর সম্পর্ক হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্ব গাঢ় হয় বলে জানান মাহি।

abp live

এখনও দুইজনের মধ্যে কোথাও দাঁড়িয়ে সেই সিনিয়র ও জুনিয়রের একটা লাইন রয়েছে বলে ধারণা ধোনির।

abp live

তবে তিনি একবাক্যে মেনে যে এখনও তাঁর ও কোহলির বন্ধুত্ব অটুট এবং তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।

abp live

অধিনায়কত্বের বোঝা না থাকায় টসের আগে দুইজনে সহজে আড্ডাও দিতে পারেন বলে দাবি মাহির।