অনেকেই মনে করছেন ৪২-র ধোনি এটাই শেষ আইপিএল



যদি সেটাই হয়, তাও এই বয়সে মরশুমের সবথেকে বড় ১১০ মিটারের ছয়টি কিন্তু এসেছে তাঁর ব্যাট থেকেই



ধোনির পরেই তালিকায় রয়েছেন আরেক বর্ষীয়াণ ক্রিকেটার দীনেশ কার্তিক



ডিকে সানরাইজার্স হায়াদরাবাদের বিরুদ্ধে ১০৮ মিটার লম্বা ছক্কা মারেন



হেনরিখ ক্লাসেনের বড় শট মারার দক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে না



ক্লাসেন আবার আরসিবির বিরুদ্ধেই ১০৬ মিটারের ছক্কা মেরেছিলেন



আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলেন বেঙ্কটেশ আইয়ার



সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে ১০৬ মিটার লম্বা ছক্কা দেখা যায়



কার্তিক, বেঙ্কটেশের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন শিমরন হেটমায়ার



রাজস্থান রয়্যালস তারকা সানরাইজার্সের বিরুদ্ধে ১০৬ মিটারের ছক্কা মেরেছিলেন