গত আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স
হার্দিককে নিশানা করা হয়েছিল, হজম করতে হয়েছিল তীব্র সমালোচনা
হার্দিক টস করতে নামলেই গ্যালারি থেকে ধিক্কার দেওয়া হতো
গত আইপিএলে মুখ থুবড়ে পড়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
দশ দলের টুর্নামেন্টে দশম স্থানে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স
নতুন মরশুম শুরুর আগে সমর্থকদের কাছে আবেদন করলেন হার্দিক
হার্দিক বলেছেন, টস করতে যাওয়ার সময় তাঁকে সমর্থন করুক গ্যালারি
তিনি ব্যাট করতে নামলে, ছক্কা হাঁকালে সমর্থকদের পাশে চান হার্দিক
হার্দিক চান ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম শুধু মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেই ভরে যাক
হার্দিক জানিয়েছেন, গত চার বছরের ব্যর্থতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর তাঁরা