সপ্তাহান্তেই শুরু হচ্ছে আইপিএলের মহারণ। আর প্রথম ম্যাচেই মাঠে নামবে কেকেআর।



ইতিমধ্যেই বেশ কয়েকদিন হল অনুশীলন শুরু করে দিয়েছেন নাইট তারকারা।



অজিঙ্ক রাহানে, রাসেলদের ইডেনে ঘাম ঝরাতে দেখা গিয়েছিল।



তবে অপেক্ষা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দুই ভারতীয় তারকার আগমনের।



সোমবারই তাঁরা শহরে পদার্পণ করলেন। কারা তাঁরা?



তাঁরা হলেন দুই তারকা বোলার বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা।



সোমবার রাতেই দুই তারকা ক্রিকেটার 'সিটি অফ জয়'-এ চলে এসেছেন।



দলের দুই খেতাবজয়ী চ্যাম্পিয়ন তারকা দলে যোগ দেওয়ায় খুশির হাওয়া নাইট শিবিরে।



দু'জনকে নিয়েই ইতিবাচক পণ্ডিত বলছিলেন, 'বরুণ ও হর্ষিত শুধু ভারতের হয়ে ভাল খেলছে তা নয়, কেকেআরের হয়েও ভাল খেলেছে।'



এবার অপেক্ষা শুধু নাইট জার্সি চাপিয়ে অনুশীলনে নেমে পড়ার। মঙ্গলবারই বরুণ ও হর্ষিতকে অনুশীলনে দেখতে পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।