তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্কে কেকেআরের জার্সিতে নামবেন সানরাইজার্সের বিধ্বংসী ওপেনার হেডকে ফের একবার আউট করবেন স্টার্ক? কেকেআরের ওপেনার সুনীল নারাইনের ঝোড়ো ব্যাটিং প্লাস পয়েন্ট নারাইনকে আটকাতে ভুবির স্যুইং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে শ্রেয়স আইয়ার কেকেআরের অধিনায়ক হিসেবে নামবেন শ্রেয়সকে থামাতে পারেন সানরাইজার্স অধিনায়ক প্য়াট কামিন্স মাঝের ওভারে রিঙ্কু সিংহ নাইট ব্যাটিং লাইন আপের ফিনিশার টি নটরাজন এই জায়গা বড় ভূমিকা নেবেন, স্লোয়ার, ইয়র্কার সব অস্ত্রই মজুত তাঁর কাছে সানরাইজার্সের হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং দলের প্লাস পয়েন্ট ক্লাসেনকে আটকাতে স্পিন আক্রমণে বরুণ চক্রবর্তী তুরুপের তাস হতে পারেন শ্রেয়সের