ঘুচেছে আর্থিক সঙ্কট পরিবারের জন্য বিলাসবহুল বাড়ি কিনলেন রিঙ্কু! আলিগড়ের একটি অত্যন্ত সাধারণ ঘরে জন্মানো রিঙ্কু সিংহের ক্রিকেট খেলার পিছনে অন্যতম বড় কারণ ছিল পরিবার। তাঁর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন। ছেলের খেলা চালিয়ে যাওয়ার জন্য রিঙ্কুর মাকে টাকা অবধি ধার নিতে হত। রিঙ্কু এর আগেও জানিয়েছেন যে পরিবারের অবস্থার উন্নতি এবং তাঁদের ভাল জীবন দেওয়ার লক্ষ্যেই তাঁকে ক্রিকেটে উন্নতি করার অনুপ্রেরণা জোগায়। সেই লক্ষ্যে আগেই কিছুটা সফল হয়েছিলেন। এবার আরও একধাপ এগোলেন তিনি। কিনলেন এক ভিলা। এক সময় দুই কামরার বাড়িতে থাকা রিঙ্কু ৫০০ স্কোয়ার গজের বাড়ি কিনেছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর। সেই বাড়ির দাম প্রায় ৩.৫ কোটি টাকা। আলিগড়েই গোল্ডেন এস্টেট, ওজ়োন সিটিতে রিঙ্কুর এই নতুন ভিলা অবস্থিত। রিঙ্কু যে নিজের কেরিয়ারে সাফল্যের সিঁড়িতে অনেকটাই উপরে উঠে এসেছেন তা বলাই বাহুল্য। কেকেআর তাঁকে মেগা নিলামের আগে ১৩ কোটি টাকার বিরাট মূল্যে রিটেন করেছে। তাঁর নেট ওয়ার্থ প্রায় ৮ কোটি বলে খবর। বর্তমানে তিনি জাতীয় দলের সদস্য। রিঙ্কু যে নিজের স্বপ্ন সফল করেছেন, তা বলাই বাহল্য।