আইপিএল ২০২৫-এ এই বিদেশদের রিটেন করতে মরিয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলি

Published by: ABP Ananda

আইসিসির বিচারে গত শতকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার তিনি। রশিদ খান কিন্তু যে কোনও দলেরই সম্পদ।

হায়দরাবাদ ছেড়ে গুজরাত টাইটান্সে যোগ দেওয়া রশিদ দলের সহ-অধিনায়কও বটে। গুজরাত কিন্তু তাঁকে রিটেন করবে বলে ধরে নেওয়াই যায়।

আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার ট্র্যাভিস হেড। বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য তাঁর নামই যথেষ্ট।

গত মরশুমে ৫৬৭ রান করা হেডকে সানরাইজার্স হায়দরাবাদ রিটেন না করার ঝুঁকি নেবে বলে মনে হয় না।

আইপিএলে আজীবন পার্পেল জার্সিতেই খেলেছেন সুনীল নারিন। সময় বদলালেও, ১২ বছর আগে তিনি যেমন ছিলেন আজও তিনি ততটাই বড় ম্যাচ উইনার।

গত মরশুমে তৃতীয় টুর্নামেন্ট সেরা হন ব্যাটে বলে নজর কাড়া নারিন। কেকেআর তৃতীয় খেতাবও জেতেন। কেকেআর ছাড়া অন্য কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নারিনকে আদৌ কল্পনা করা যায়?

বর্তমান বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের অন্যতম নিকোলাস পুরানের জুড়ি মেলা ভার।

রাহুল লখনউ ছাড়তে পারেন বলে জোর জল্পনা। এমন পরিস্থিতিতে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি যদি পুরানকে শুধু রিটেন না, নতুন অধিনায়কও ঘোষণা করে, তাহলেও অবাক হওয়ার তেমন কিছুই থাকবে না।

আরও এক টি-টোয়েন্টি মহাতারকার নাম জস বাটলার। গত মরশুমেও রাজস্থান রয়্যালসের হয়ে জোড়া সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে।

বাটলারকে রাজস্থান রিটেন না করলেই বরং সেটা বেশি বিস্ময়ের হবে।