আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলির অন্যতম কেকেআর। এই ফ্র্যাঞ্চাইজি একদা এক পাক তারকার জীবনের মোড় ঘোরাতে বড় ভূমিকা নিয়েছিল।



কোকেনের নেশায় ব্যক্তিগত জীবনে কঠিন লড়াই করা তারকাকে দলের কোচিংয়ের দায়িত্ব দিয়েছিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান।



কে সেই পাক তারকা? তিনি আর কেউ নন কিংবদন্তি ওয়াসিম আক্রম।



'সুলতান অফ স্যুইং' নামে পরিচিত ওয়াসিম মতান্তরে সর্বকালের সেরা ফাস্ট বোলার।



তবে অবসরের পরে ওয়াসিম নিজেই জানান যে তিনি অত্যাধিক পার্টি , নাইট ক্লাবে মত্ত থাকেন এবং সেই থেকেই লন্ডনে এক পার্টিতে প্রথমবার কোকেন নেন ওয়াসিম।



এই অভ্যাস ধীরে ধীরে আরও বাড়ে এবং ওয়াসিম আক্রমের ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়তে থাকে।



তবে শেষমেশ নিজের সমস্যা বুঝেই তিনি রিহ্যাব সেন্টারে যান। লাহৌরের সেই রিহ্যাবের পরিস্থিতি ছিল যাচ্ছেতাই।



তবে রিহ্যাব সেন্টারে টিকে থেকে সাত সপ্তাহের কঠিন লড়াই চালান ওয়াসিম।



শেষমেশ এই লড়াই জেতেনও তিনি। ঠিক এর পরপরেই ওয়াসিমকে ২০১০ সালে কেকেআরের বোলিং কোচ হওয়ার দায়িত্ব দেন শাহরুখ।



কিংবদন্তি বোলারের প্রথম বড় কোচিং দায়িত্বে কেকেআর দুই দুইবার খেতাব জেতে কেকেআর। জীবনে ঘুরে দাঁড়ান ওয়াসিমও।