আইপিএলের মাঝ পর্বে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স?
টানা ব্য়র্থতার জেরে দল থেকে বাদ পড়তে পারেন আন্দ্রে রাসেল
কেকেআরের অন্যতম সেরা অস্ত্র চলতি আইপিএলে ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন
চলতি আইপিএলে ৮ ম্যাচে মাত্র ৫৫ রান করেছেন রাসেল
বল হাতেও নজর কাড়তে পারছেন না রাসেল, নিয়েছেন মাত্র ৬ উইকেট
দল থেকে অবিলম্বে ছেঁটে ফেলা হোক রাসেলকে, দাবি উঠছে সব মহল থেকে
রাসেলের পরিবর্ত হতে পারেন ওয়েস্ট ইন্ডিজেরই এক তারকা
রাসেলের পরিবর্ত হিসাবে ভেবে রাখা হয়েছে রোভম্যান পাওয়েলের নাম
অলরাউন্ডার রোভম্যান পাওয়েল কেকেআরের ভরসা হতে পারেন
শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেই খেলানো হতে পারে পাওয়েলকে (ছবি - পিটিআই)