ওপেনিংয়ে নামবেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামবেন দলের সবচেয়ে বড় তারকা ব্যাটার বিরাট কোহলি তিন নম্বরে নামতে পারেন রজত পাতিদার নিজের দিনে যে কোনও দলের কাছে ত্রাস গ্লেন ম্য়াক্সওয়েল মিডল অর্ডারে ভরসা জোগাতে পারেন মাহিপাল লোমহর উইকেট কিপার ব্যাটার হিসেবে দেখা যাবে অভিজ্ঞ দীনেশ কার্তিককে নিলাম থেকে দলে নেওয়া হয়েছে ক্যামেরন গ্রিনকে পেস বোলিং বিভাগে থাকবেন নিলাম থেকে নেওয়া ক্যারিবিয়ান আলজারি জোসেফকে বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মজ সিরাজ সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো বাংলার আকাশ দীপও রয়েছে স্পিনার হিসেবে করণ শর্মা রয়েছেন দলের সঙ্গে