কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারাইন গতকাল রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বল হাতেও পরে ১ উইকেট তুলে নেন এই ক্য়ারিবিয়ান তারকা নারাইনের স্ত্রী অ্যাঞ্জেলিয়া সুচিতকে চেনেন? ত্রিনিদাদের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নারাইনের সুন্দরী স্ত্রী শোনা যায় ২০২০ সালে চুপিসারে বিয়ে সেরেছিলেন নারাইন ও সুচিত, যদিও তাঁরা নিজেরা কিছু জানাননি এর আগে ভারতীয় বংশোদ্ভুত নন্দিতা কুমারের সঙ্গে বিয়ে করেছিলেন নারাইন গতকাল ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারাইন, যদিও কেকেআর হেরে যায় ম্য়াচ নারাইন ও সুচিতের একটি পুত্র সন্তান রয়েছে