সাফা বেগ, ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের স্ত্রী বিয়ের পর থেকে কখনও স্ত্রীর চেহারা প্রকাশ্যে আনেননি ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় যখনই সাফার ছবি দিয়েছেন ইরফান, কখনও তা ঢাকা মাস্কে কখনও ছবিতে সাফার মুখ হাত দিয়ে আড়াল করা থেকেছে তা নিয়ে কম সমালোচনাও হয়নি ইরফানের অনেকেই বলেছেন, কেন স্ত্রীর চেহারা প্রকাশ করা নিয়ে এত গোঁড়ামি প্রাক্তন অলরাউন্ডারের! অবশেষে স্ত্রী সাফার মুখের ছবি প্রকাশ্যে আনলেন ইরফান পাঠান প্রথমবার নেটিজেনরা দেখলেন ইরফানের স্ত্রীর ছবি শনিবার, ৩ ফেব্রুয়ারি ছিল ইরফান ও সাফার পঞ্চম বিবাহবার্ষিকী সেদিনই সাফার মুখের ছবি প্রকাশ করেন ইরফান সাফার রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা (ইরফান পাঠানের এক্স থেকে নেওয়া ছবি)