কলিঙ্গ সুপার কাপ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে ইস্টবেঙ্গল এফসি আইএসএলে ৩ ফেব্রুয়ারি, শনিবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ডার্বির আগে আরও শক্তিশালী হল ইস্টবেঙ্গল লাল-হলুদ শিবিরে যোগ দিলেন এমন একজন, যিনি খেলেছেন লিওনেল মেসির সঙ্গে ভিক্টর ভাজকেজ়কে সই করাল ইস্টবেঙ্গল স্পেনের অভিজ্ঞ ফরওয়ার্ড ২০২৩-২৪ মরশুমের আইএসএলে খেলবেন ইস্টবেঙ্গলের জার্সিতে এফসি বার্সেলোনা, ক্লাব ব্রাজ, টরন্টো এফসি ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মতো দলে খেলেছেন ভাজকেজ়কে পেয়ে আপ্লুত ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত লা মাসিয়া অ্যাকাডেমিতে মেসি, ফাব্রেগাস, পিকে-দের সঙ্গে খেলেই উত্থান ভাজকেজ়ের ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ভাজকেজ় উচ্ছ্বসিত (ছবি - ভাজকেজ়ের ইনস্টাগ্রাম থেকে নেওয়া))