বলিউড অভিনেত্রী ইশা কোপিকর শুধু হিন্দি ছবিতেই নয়, অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড় ও মরাঠি ছবিতে ১৯৯৫ সালে মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন ইশা, মিস ট্যালেন্ট খেতাব জিতে নেন তিনি ইশা কোপিকরের কেরিয়ার একেবারেই শুরু হয়নি বলিউড ছবি দিয়ে, বরং, তাঁর অভিনীত প্রথম ছবি ছিল তেলুগু ভাষার ২০০০ সালে বলিউডে কেরিয়ার শুরু হয় ইশার, ছোট চরিত্রেও নজর কাড়েন তিনি করিশ্মা কপূর ও হৃত্বিক রোশনের জনপ্রিয় ছবি 'ফিজা'তে ছোট একটি চরিত্রে অভিনয় করেন ২০০১ সালে 'পেয়ার ইশক অউর মহব্বত' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয়, অর্জুন রামপাল, সুনীল শেট্টির সঙ্গে অভিনয় করেন বলিউডে 'কোম্পানি', 'কাঁটে', 'আমদানি আঠান্নি...', 'ডরনা মানা হ্যায়', 'ডন'-এর মতো ছবিতে অভিনয় করেন শুধু অভিনয় কিংবা নাচেই দক্ষ নন অভিনেত্রী, জানা যায়, তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট ইশা বলিউডে সফল হওয়ার জন্য জ্যোতিষীর পরামর্শ মতো বেশ কয়েকবার নামের বানান বদলান ইশা ২০০৯ সালে বিয়ে করেন ইশা প্রেমিক টিম্মি নারাংয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন