ছবির নাম 'বাওয়াল।' তারই শুটিং উপলক্ষ্যে বিদেশে রয়েছেন বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর। পোল্যান্ডের 'ক্রাকাও' শহরে শুটিং পর্ব শেষ হয়েছে সদ্য। তার পরই সোশ্যাল মিডিয়ায় ছবি নায়ক-নায়িকার। এমনিতেই ইনস্টাগ্রামে নানা ধরনের সাজসজ্জায় ছবি দেন বরুণ। সহকর্মী তথা ছবির নায়িকার সঙ্গেও আগে বেশ কয়েকটি ছবি দেখা গিয়েছে তাঁর। হালেই 'যুগ যুগ জিও' ছবিতে সাফল্যের স্বাদ পেয়েছেন ডেভিড ধাওয়ান-পুত্র। এবার অপেক্ষা 'বাওয়াল'-র। সব ঠিকঠাক চললে আগামী বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা। শুটিংয়ের ফাঁকে ফাঁকে প্রায়ই ছবি দিতে দেখা যাচ্ছে বরুণকে। আমস্টারডামের পর 'ক্রাকাও'- শহরে গিয়েছিল টিম 'বাওয়াল'। নিজেদের মধ্যে খুনসুটির মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন জাহ্নবীও। এবার পালা পরের ধাপের... লিখেছেন নায়ক-নায়িকা দুজনেই।