প্রথম ব্য়াটার হিসাবে নিজের প্রথম শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন ঈশান

মাত্র ১২৬ বলে দ্রুততম দ্বিশতরান করলেন ঈশান

কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করলেন ঈশান

বাংলাদেশের মাটিতে ওয়ান ডেতে ঈশানের ২১০ রানই সর্বকালের সর্বোচ্চ

দেশের বাইরে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওয়ান ডে রান করার মালিকও তিনি

১০৩ বলে ভারতীয় হিসাবে দ্রুততম ১৫০ রান করেন ঈশান

বিদেশের মাটিতে বিরাট ও ঈশানের ২৯০ রানের পার্টনারশিপই সর্বকালের সর্বোচ্চ

এটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের দ্রততম ২৫০ রানের পার্টনারশিপও বটে

চতুর্থ ভারতীয় হিসাবে দ্বিশতরান করলেন তিনি

তিনি ছাড়া ভারতীয়দের মধ্যে সহবাগ, সচিন ও রোহিতের এই কৃতিত্ব রয়েছে