নয় নয় করে ১০০ দিন ছুঁয়ে ফেলল ইজরায়েল-হামাস যুদ্ধ ৭ অক্টোবর প্রথম রকেট ছোড়ে প্যালেস্তাইনের হামাস তার পর থেকে অবিরাম যুদ্ধ চলছে, গণহত্যার মামলাও দায়ের হয়েছে কিন্তু প্রাণহানি, ক্ষয়ক্ষতিতে ইতি পড়ার লক্ষণ নেই এখনও ইজরায়েলি হানায় শুধুমাত্র গাজাতেই ২৩ হাজার ৮৪৩ প্যালেস্তিনীয়ের মৃত্যু ওয়েস্টব্যাঙ্কে ৩৪৭ জন প্যালেস্তিনীয় মারা গিয়েছেন নিহত প্যালেস্তিনীয়দের মধ্যে ৯৬০০ শিশু, ৬ হাজার ৭৫০ জন মহিলা প্রায় ১ হাজার শিশুর অঙ্গহানি, আহত প্রায় ৭০০০০ ইজরায়েলে নিহত ১২০০, ধূলিসাৎ গাজার ঐতিহাসিক সৌধ, নির্মাণ ঘরছাড়া ১৯ লক্ষ মানুষ, প্রতি ১০ জনে ৯ জন অনাহারে রয়েছেন