হাতে রয়েছে আর দু'দিন। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে সমস্যায় পড়বেন আপনি।

সেই ক্ষেত্রে বড় জরিমানার সঙ্গে বাড়বে চিন্তা। ইতিমধ্যেই CBDT ও আয়কর বিভাগ ২০২২-২৩ সালের আয়কর জমা দেওয়ার সীমা বাড়ানোর কথা অস্বীকার করেছে।

যে করদাতারা ৩১ জুলাইয়ের মধ্যে তাদের আইটি রিটার্ন দাখিল করতে পারবেন না, তাদের জরিমানা বাবদ একটি ফি দিতে হবে।

দেরিতে ট্যাক্স রিটার্ন দাখিল করলে আয়কর আইনের ধারা 234F এর অধীনে একটি ফি দিতে হয়। দেরির মাত্রার উপর নির্ভর করে পরে জরিমানা বৃদ্ধি পেতে থাকে।

আয়কর আইনের ধারা 234F অনুসারে, ৩১ জুলাইয়ের পরে ITR ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।

লক্ষ টাকার কম মোট আয়ের করদাতাদের জন্য জরিমানার পরিমাণ হল ১০০০ টাকা।

তবে যারা আয়কর স্ল্যাবের মধ্য়ে পড়ছেন না তাদের কোনও জরিমানা দিতে হবে না।

যদি কেউ ৩১ জুলাই এর পরে আয়কর প্রদান করেন, সেই ক্ষেত্রে তার বকেয়া করের ওপর প্রতি দিনের সুদ নেওয়া হবে।

কোনও ব্যক্তির আয়কর জমার বিষয়টি ভুলভাবে দাখিল হলেও নেওয়া হবে এই চার্জ। প্রতিদিন করের ওপর ১ শতাংশ করে জরিমানা ধার্য করবে আয়কর বিভাগ।

মনে রাখবেন, যেকোনও মাসের ৫ তারিখের পর কেউ এই অর্থ জমা করলে তাকে পুরো মাসের সুদের পরিমাণ গুণতে হবে।