কালো পোশাকে আবারও অনুরাগীদের মুগ্ধ করলেন অভিনেত্রী জয়া এহসান। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। কালো আঁটোসাটো পোশাকের সঙ্গে ছিল যথাযথ মেকআপ। হেয়ারস্টাইল ছিল একেবারে মানানসই। প্রসঙ্গত, ২ জুন মুক্তি পাচ্ছে জয়া এহসান অভিনীত 'অর্ধাঙ্গিনী'। এই ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়। জয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও কৌশিক সেন। সম্প্রতি আইফা অনুষ্ঠানে জয়ার দেখা হয়ে যায় অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)-র সঙ্গে। একসঙ্গে সোশ্য়াল মিডিয়ায় ছবিও পোস্ট করেন অভিনেত্রী।