বলিউডে যে সমস্ত নায়িকারা তথাকথিত লম্বা নয়, তাঁর মধ্যে কাজল একজন। নায়িকার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তবে উচ্চতা বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর কেরিয়ারে



এই অভিনেত্রীও রয়েছেন বলিউডের কম উচ্চতার নায়িকাদের তালিকায়। রানি মুখোপাধ্যায়ের উচ্চতা ৫ ফুট।



তাঁর অভিনয়ের জন্যই তাঁকে মনে রাখবেন মানুষ। প্রীতি জিন্টার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।



নায়িকা মুগ্ধ করেন সৌন্দর্য্যে, স্নিগ্ধতায়। আর মন কাড়েন অভিনয় দক্ষতায়। বিদ্যা বালনের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।



৯০-এর দশকের সুপারহিট এই নায়িকা কিন্তু রয়েছেন বলিউডের কম উচ্চতার নায়িকাদের মধ্যেই। মাধুরী দিক্ষীতের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি



এই সময়ের অন্যতম সফল নায়িকা আলিয়া ভট্ট। তাঁর উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।



একাধিক সফল ছবিতে কাজ করার পরেও, শ্রদ্ধাকে একাধিকবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁর উচ্চতা নিয়ে। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।



সইফ আলি খানের কন্যা সারা আলি খানকে কিন্তু কম উচ্চতার নায়িকাদের তালিকাতেই রাখে বলিউড। সারার উচ্চতা, ৫ ফুট ৩ ইঞ্চি।



বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে পরিণীতি চোপড়া। অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তবে তিনি বার বার প্রমাণ করেছেন, তাঁর 'উঁচাই' যোগ্যতায়।