ঐন্দ্রিলার ক্যানসার!

বছরের শুরুতেই দুঃসংবাদ পেয়েছিল বিনোদন জগত। ছটফটে হাসিখুশি মেয়েটা ক্যানসারে আক্রান্ত!

বিনোদন জগতের মনখারাপ

ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার খবর মনখারাপ করিয়ে দিয়েছিল সবার। অনুরাগীরাও প্রার্থনা করেছিলেন প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনার।

অসুস্থতার খবর জানান নিজেই

ফেব্রুয়ারি মাসে দিল্লির অ্যাপলো হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত তিনি। তারপর নিরন্তর লড়াই।

'চুলের সৌন্দর্য্য আর নয়'

ক্যানসারের ফলে পিঠ ছাপানো লম্বা চুল কেটে ফেলেছিলেন তিনি। শেয়ার করেছিলেন সেই ছবিও। লিখেছিলেন, 'চুলের সৌন্দর্য্য আর নয়'

ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিনিয়ত ঐন্দ্রিলার পাশে রয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী

'আদর্শ প্রেমিক'

ঐন্দ্রিলার পাশে দাঁড়াতে নিজের চুল কেটে ফেলেছিলেন সব্যসাচীও। সবসময় ঐন্দ্রিলাকে আগলে রাখা দেখে, সব্যসাচীকে আদর্শ প্রেমিক বলেছিল নেটদুনিয়া

ক্যানসারকে হারিয়েও বার বার ফ্লোরে

এই প্রথম নয়, এর আগেও ঐন্দ্রিলার শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। তবে মারণরোগকে হারিয়েই বার বার শ্যুটিং ফ্লোরে ফিরেছেন তিনি

চলছিল কেমো, রেডিয়েশান

এই মাসেই ২৫ টা রেডিয়েশন দেওয়া হয়েছে ঐন্দ্রিলাকে। আজ তার রেডিয়েশনের শেষ দিন ছিল। নভেম্বর পর্যন্ত চলবে তাঁর কেমোথেরাপি।

ঐন্দ্রিলার পোষ্যরা

আপাতত চিকিৎসার কারণে দুর্বল ঐন্দ্রিলা। তবে বাড়িতে পোষ্যদের সঙ্গে হামেশাই খুনসুটি মজায় মেতে থাকছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সব্যসাচী।

ভালো থাকার 'জিয়নকাঠি'

ক্যানসার, শরীরের সঙ্গে কঠিন লড়াই একদিন ঠিক জিতে যাবেন ঐন্দ্রিলা, আশায় অনুরাগীরা। আর ঐন্দ্রিলার লড়াইয়ের জিয়নকাঠি সব্যসাচীই