Online Shopping - এ ডেবিট কার্ড ব্যবহার করেন? এই ভুলগুলি করলে কিন্তু সব টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা Online Shopping এ ডেবিট কার্ডের সিভিভি আর এক্সপায়রি ডেট বসিয়ে ওটিপি এলেই শপিং কমপ্লিট ! ওটিপি না এলেও কেনা হয়ে যেতে পারে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে। কোনও শপিং সাইটে কেনাকাটার সময় কার্ড নম্বর , এক্সপায়রি ডেট সেভ করে রাখেন পরবর্তী ব্যবহারের জন্য ? এই তথ্যগুলি চুরি করেই আপনার অ্যাকাউন্ট থেকে সব পয়সাকড়ি সাফ করে দিতে পারে প্রতারকরা। দেশের মধ্যের কোনও ই-কমার্স সাইট থেকে কেনার সময়, ওটিপি দিলে তবেই জিনিসপত্র কেনাকাটা করা যাবে। কিন্তু আপনি যদি কোনও বিদেশি সাইট থেকে কেনাকাটা করেন, তবে তো ওটিপি ছাড়াই কিনতে পারবেন। তাহলে উপায় ? কয়েকটি টিপস মেনে চললে কিন্তু, আপনি বড় বিপদ থেকে কিছুটা বাঁচতে পারেন। ডেবিট কার্ড ডিটেইলস সেভ রাখবেন কোথাও। সাইটে যাতে সেভ না থাকে, তার জন্য একটি টিক অফ করতে হয়। কোনও সাইট বাই ডিফল্ট আপনার কার্ডের ডিটেইলস সেভ রাখলে আপনি ম্যানুয়ালি তা মুছে দেবেন। এমন অজস্র সাইট কিন্তু আছে, যারা জিনিস ডেলিভারি করবে বলে টাকা নেয়, পরবর্তীতে জিনিস না পেয়ে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আর পাওয়া যায় না। কোনও ভেন্ডারকে না চিনে, তার সঙ্গে ব্যক্তিগত কেনাকাটায় যাবেন না। রেপুটেড প্ল্যাটফর্ম থেকেই কিনুন বা মাধ্যম হিসেবে রাখুন।