ছত্তীসগড়ের ধর্ম সংসদে মহাত্মা গাঁধী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেফতার তথাকথিত সন্ত কালীচরণ
আজ তাঁকে মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ
আসল নাম অভিজিৎ ধনঞ্জয় সরাগ।মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা।বাড়ি মহারাষ্ট্রের শিবাজী নগরের পঞ্চবাংলা এলাকায়
সাধারণ পরিবারে জন্ম কালীচরণের। কালীচরণের বাবা একটি মেডিক্যাল দোকান পরিচালনা করেন।
কালীচরণের পড়াশোনা অষ্টম শ্রেণী পর্যন্ত। ছোটবেলায় তাঁর বাবা-মা তাঁকে ইন্দোরে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। ইন্দোরে এসে হিন্দি বলতে শেখেন
ম্যাথুজি মহারাজের আশ্রমে দীক্ষা নেন। সেখানে তাঁর নামকরণ হয় কালীচরণ মহারাজ। নিজেকে কালীপুত্র বলেও দাবি করেন তিনি।
২০১৭-তে আকোলা পুর নির্বাচনেও ভাগ্য পরীক্ষা করেন কালীচরণ। কিন্তু ভোটে হেরে যান তিনি।
জাতির জনক মহাত্মা গাঁধী সম্পর্কে অপমানজনক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন তিনি।
ছত্তীসগড়ের ধর্ম সংসদে মন্তব্যর পর ফেরার হয়ে গিয়েছিলেন কালীচরণ
আজ ভোর চারটেয় গ্রেফতার করা হয় কালীচরণকে