শুক্রবার ভুবনেশ্বরে ধুন্ধুমার লড়াই



কলিঙ্গ সুপার কাপে মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী - ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট



মোহনবাগানের সামনে জয় ছাড়া শেষ চারে যাওয়ার আর কোনও রাস্তা নেই



ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচ ড্র করেও শেষ চারে যাওয়ার রাস্তা খোলা আছে



সুপার কাপ লিগ টেবলে দুই দলেরই পয়েন্ট সংখ্যা ও গোলপার্থক্যও সমান (২)



তবে মোহনবাগানের চেয়ে বেশি গোল করেছে ইস্টবেঙ্গল, তাই সুবিধা লাল-হলুদ শিবিরের



ইস্টবেঙ্গল ও মোহনবাগান এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ৩৬৯টি ম্যাচে



তার মধ্যে ১৪০টি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল



চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মোহনবাগান জিতেছে ১২৮টি ম্যাচ



১২৬টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে



দুই প্রধানের শেষ সাক্ষাতে শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন শিবিরই


Thanks for Reading. UP NEXT

তীরে এসে ডুবল তরী, ৯৯ রানে ড্রেসিংরুমে

View next story