আজ জন্মদিন বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের, জেনে নেওয়া যাক তাঁর অজানা কিছু তথ্য বিভিন্ন ক্ষেত্রে দাবি, কাজের প্রতি একেবারেই সিরিয়াস নন কর্ণ বিপাশা বসুকে পুত্রবধূ হিসেবে পছন্দ ছিল না কর্ণ সিংহ গ্রোভারের মায়ের বিপাশার মা-বাবারও একেবারেই পছন্দের ছিলেন না কর্ণ সিংহ গ্রোভার বাস্কেটবল, ভলিবল খেলতে খুবই ভালোবাসেন কর্ণ সিংহ গ্রোভার পঞ্জাবী পরিবারে জন্ম কর্ণের, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন কেরিয়ারের শুরুর দিকে ব্যবসা করার ইচ্ছা ছিল কর্ণ সিংহ গ্রোভারের অভিনয়ের পাশাপাশি স্কেচিংয়ে দারুণ পটু অভিনেতা ছোট পর্দার সলমন খান বলা হত কর্ণ সিংহ গ্রোভারকে ধূমপান একেবারেই না পসন্দ, ধূমপানের অভ্যাসকে ঘৃণার চোখে দেখেন কর্ণ