সিনে-তারকাদের মঙ্গলসূত্রও অনুরাগী মহলের আলোচনায় উঠে আসে। ক্যাটরিনা , সোনম, দীপিকা,অনুষ্কাদের নিয়ে আলোচনার অন্ত নেই।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবিতে ক্যাটরিনাকে মঙ্গলসূত্র পরে থাকতে দেখা গিয়েছে। এই মঙ্গলসূত্রে দাম সাত লক্ষ টাকার মতো
সোনম কপূরের মঙ্গলসূত্রে তাঁর স্বামীর রাশির নকশা ও মাঝখানে হীরে বসানো। দাম ৫৫ লক্ষ টাকা
রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছিল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে।দাম ২০ লক্ষ টাকা
রাজকুমার রাওয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন পত্রলেখা। সব্যসাচীর ডিজাইনের মঙ্গলসূত্রের দাম ১,৬৫০০০ টাকা।
প্রিয়ঙ্কা চোপড়ার দুটি মঙ্গলসূত্র। তাঁর মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা বলে জল্পনা। তাঁর মঙ্গলসূত্রই সবচেয়ে দামী।
ইয়ামি গৌতম ও আদিত্য ধর অত্যন্ত সাদাসিধেভাবে বিয়ে করেছেন। ইয়ামির মঙ্গল সূত্রের দাম ৩.৪৯ লক্ষ টাকা।
২০০৭-এ ঐশ্বর্য রাই অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। সংবাদমাধ্যমের খবর অনুসারে, তাঁর মঙ্গলসূত্রের দাম ৪৫ লক্ষ টাকা।
২০১৭-তে বিয়ে হয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। অনুষ্কার মঙ্গলসূত্রের দাম প্রায় ৫২ লক্ষ টাকা।
রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁর মঙ্গলসূত্রের দাম ৩০ লক্ষ টাকা।