মুক্তির অপেক্ষায় অরিন্দম শীল পরিচালিত মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী অভিনীত 'খেলা যখন'। প্রকাশ্যে এল ট্রেলার। শহরের বুকে হয়ে গেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। হাজির হয়েছিলেন তারকারা। শুধুই কি নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প? নাকি নিজের ছেলেকে খুঁজে পাওয়া, এক সত্যি মিথ্যের হেঁয়ালিকে সমাধান করার গল্প? ছবিতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। মুক্তি পাবে ২ ডিসেম্বর। ছবিতে যে ভরপুর অ্যাকশন দেখা যাবে তা আগেই জানা গিয়েছিল। ট্রেলারেও সেই ঝলক মিলল। অর্জুন থেকে শুরু করে মিমি, প্রত্যেকের অ্যাকশনের ঝলকই দেখা গেল। এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার উৎস খুঁজতে গিয়েই শুরু হয় বিপত্তি। প্রত্যেক মুহূর্তে নানা প্রতিকূলতা পেরিয়ে, গল্পের ঊর্মি কি খুঁজে পাবে নিজের পরিচয়? রুপোলি পর্দায় মিমি ও অর্জুনকে 'বাপি বাড়ি যা' ও 'ক্রিসক্রস'-এ জুটি বাঁধতে দেখা গেছে। ছোটপর্দায় 'গানের ওপারে'তে কাজ করেন। এবার এই নতুন রূপে তাঁদের দর্শক কতটা পছন্দ করেন সেটাই দেখার।