বিদেশ-বিভুঁই থেকে মায়ানগরীতে প্রবেশ
ভাষার ব্যবধান, সংস্কৃতির ব্যবধান ছিলই
তার পরও কম ঝড় যায়নি জীবনে
ভেঙেছে মন, মুখ ফিরিয়েছেন পরিচিতরা
কিন্তু নিজের চেষ্টায় আজ অজেয় নোরা ফতেহি
তাই কোনও রকম বেয়াদপি বরদাস্ত করেন না
বাংলাদেশে গিয়ে হেনস্থার শিকার হন
অভব্য ব্যবহার করেন তারকা-অভিনেতা
জবাবে সপাটে চড় কষিয়ে দেন নোরা
জানিয়ে দেন তাঁকে হালকা না ভাবাই ভাল