অভিনয় থেকে শুরু করে আঁকা, প্রযোজনা.. সলমন খানের প্রতিভা রয়েছে অনেক দিকেই। তিনি গানও গেয়েছেন একাধিক বলিউড ছবিতে



'হাইওয়ে'-তে প্রথম গানের জগতে ডেবিউ হয়েছিল আলিয়া ভট্টর। তারপরে গান গেয়েছেন হাম্পটি শর্মা কি দুলহানিয়া, ও উড়তা পঞ্জাব ছবিতেও



'পানি দা.. রঙ দেখকে..' দিয়ে শুরু, এরপর একাধিক ছবিতে প্লে-ব্যাক করে দর্শকদের মন ছুঁয়েছেন আয়ুষ্মান খুরানা



অভিনয় হোক, পরিচালনা হোক বা গান ফারহান আখতার, যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন সেখানেই।



'দেশি গার্ল'-এর সুরেলা গলার কথা কারোরই অজানা না। এই গানই প্রিয়ঙ্কা চোপড়াকে সাহায্য করেছিল বলিউড থেকে হলিউডে পা রাখতে



তাঁর মিষ্টি গলার অনুরাগী অনেকেই। 'এক ভিলেন' ছবিতে শ্রদ্ধা কপূরের গলায় 'তেরি গলিয়াঁ' শোনেননি এমন মানুষ মেলা ভার।



দিদির পথে হেঁটেছেন বোন পরিণীতি চোপড়াও। অভিনয়ের পাশাপাশি তিনি একজন যথেষ্ট ভাল সঙ্গীতশিল্পী।